
নিউজটাইম ওয়েবডেস্ক : নক্ষত্র পতন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পন্ডিত যশরাজ। সোমবার মার্কিন যুক্ত রাষ্ট্রের নিউ জার্সিতে ৯০ বছর বয়েসে মৃত্যু হয় তাঁর। তাঁর কন্যা দূর্গা যশরাজ এক সংবাদ সংস্থাকে মৃত্যু সংবাদ জানান।
শিল্পীর পরিবার সূত্রে খবর, বেশ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভারতে পদ্মবিভূষন, পদ্মভূষন, ও পদ্মশ্রীর মত একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার সাথে আছে একাধিক বিদেশি পুরস্কারও। পন্ডিত জী-র মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল। ১৯৩০ সালে হরিয়ানার হিসারে জন্ম হয় পন্ডিত যশরাজের। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। খুব স্বাভাবিক ভাবেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি একটি ভালোবাসা জন্মায়। তাঁর পিতা পন্ডিত মতিরামের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন তিনি। তবে তা সম্পূর্ন হয়নি। তার আগেই ৪ বছর বয়েসে বাবাকে হারন পন্ডিত জি। অগ্রজ, পন্ডিত প্রতাপ নারায়ণ একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ছিলেন। তাঁর কাছেই তালিম নেন পন্ডিত যশরাজ। পন্ডিত প্রতাপ নারায়ণের দুই পুত্র যতীন-ললিত পরবর্তিকালে বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত হন। এর সাথে মেওয়াতি ঘরানার তালিম নেন গুজরাতের সানন্দ থেকে। ১৯৪৬ সালে কলকাতায় চলে আসেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022