
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে ২০২০ তে আরও এক দুঃসংবাদ বাংলা তথা ভারতের শিল্প ক্ষেত্রে। প্রয়াত নৃত্য শিল্পী অমলা শঙ্কর। শুক্রবার ভোরে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। গত ২৭ শে জুন তিনি ১০১ বছর পূর্ণ করেন। নাতনি শ্রীনন্দা শঙ্করের ট্যুইটে বলেন বার্ধক্যজনীত কারণেই শিল্পীর মৃত্যু হয়েছে।
শ্রীনন্দা তাঁর ট্যুইটে লেখেন, ১০১ বছরে ছেড়ে গেলেন তাঁর দিদা, গত জুন মাসেই তাঁর জন্মদিন পালন করেছেন সকলে। তাঁর আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, এক যুগের অবসান হল। ১৯১৯ সালের ২৭শে জুন অবিভক্ত বাংলার জশোরে জন্মগ্রহন করেন অমলা শঙ্কর। ১১ বছর বয়েসে প্যারিসের এক আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহন করেন, সেখান থেকেই আলাপ উদয় শঙ্করের সাথে। থেকেই স্বামী তথা গুরু উদয় শঙ্করের গ্রুপের সাথে নাচতে শুরু করেন। তালিম নেওয়ার সাথে সাথে দেশ বিদেশ ঘুরে নাচতেও শুরু করেন তিনি। ১৯৪২ সালে মাত্র ১৯ বছর বয়েসে তিনি উদয়শঙ্করের সাথে সাত পাকে বাঁধা পড়েন। পরে বহু স্বাক্ষাৎকারে জানান, একদিন একেবারে হঠাৎ করেই রাতের বেলা ঘরে এসে বিয়ের প্রস্তাব দেন উদয় শঙ্কর। এই ঘটনায় আপ্লুত হয়ে কেঁদেই ফেলেছিলেন তিনি। এরপর উদয়-অমলা জুটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। নাচ ছাড়াও আঁকাতেও নিজের স্বকীয়তার পরিচয় দিয়েছেন তিনি। উদয় ও অমলা শঙ্করের দুই সন্তান। আনন্দ ও মমতা শঙ্কর। আনন্দ প্রয়াত হয়েছেন। তবে তাঁর মেয়ে মমতা শঙ্কর ও পুত্র বধু তনুশ্রী শঙ্কর তাঁর নাচের ঘরানাকে বাঁচিয়ে রেখেছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022