
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত হলেন ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। চলতি মাসের শুরুর দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রায়পুরের একটি হাসপাতালে ভরতি ছিলেন। তাঁর অবস্থা ক্রমশ জটিল হচ্ছিল। কোমায় চলে গিয়েছিলেন। তারপর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরে হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ দুপুর দেড়টা নাগাদ থেকে ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। ওঁনার আবার হৃদরোগ হয়। চিকিৎসকের দু’ঘণ্টার চেষ্টার পরও ওঁনার হৃদপিণ্ডের গতি ফিরিয়ে আনা যায়নি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে দুপুর সাড়ে তিনটের সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ দীর্ঘদিন কংগ্রেস করার পর শেষ বেলায় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। নিজের দল করেন অজিত। কিন্তু সাফল্য মেলেনি। তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে ছত্তিশগড়ের রাজনৈতিক মহলে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022