প্রয়াত গর্ভবতী মহিলার শেষকৃত্যে ২০০ জন, চারদিন পর মৃতার রিপোর্টে কোভিড পজিটিভ

নিউজটাইম ওয়েবডেস্ক : মৃতদেহের সৎকার করতে গিয়ে করোনা আতঙ্ক ২০০-রও বেশি মানুষের। গত ২১ শে জুলাই মুম্বাইয়ে এক অন্ত্বঃস্বত্বা মহিলার মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন ২০০ জনেরও বেশি মানুষ। তাঁর মৃত্যুর ৪ দিন পর জানা ‌যায় মহিলা করোনা পজিটিভ ছিলেন। এরফলে শেষকৃত্যে উপস্থিত সমস্ত মানুষের মধ্যে করোনা আতঙ্ক দেখা দেয়, এবং এই ২০০ জনের মধ্যে বহু মানুষের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও দেখা দেয়।

এরফলে ঐ মৃতার শেষকৃত্য ‌যেখানে হয়েছে সেই এলাকার মানুষের মধ্যেও অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে মহিলার পরিবার বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কুপার হাসপাতালের ওপর সমস্ত দায় চাপিয়েছেন। এই বিষয়ে মৃতার আত্মীয় জানান, সন্তান সম্ভবা ঐ মহিলার শরীরে শেষ সপ্তাহে হঠাৎই করোনার উপসর্গ দেখা দেয়। এরপরই অবস্থার অবনতি হলে কুপার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। গত ২০শে জুলাই মহিলার মৃত্যু হলে, তাঁর দেহ হাসপাতালের তরফ থেকে পরিবারকে দিয়ে দেওয়া হয়।

কান্দিওয়ালির বাসিন্দা ঐ পরিবার জানান, সেদিন মৃতার শেষকৃত্যে উপস্থিত ছিলেন বহু মানুষ। এমনকি হাসপাতাল থেকে এসে, হাউজিং সোসাইটির ক্যাম্পাসের মৃতদেহ রাখা হয় বহুক্ষণ। বহু মানুষ আসে সেই সময়ে, সেই দেহ ছুঁয়েছেন বহু মানুষ। এমনকি তাঁর শেষকৃত্যে কাছের আত্মীয় পরিজন ছাড়াও প্রতিবেশিরাও ছিলেন। এর চারদিন পর গত শুক্রবার বিএমসির তরফ থেকে পরিবারকে জানানো হয় ‌যে মহিলার মৃত্যু করোনা আক্রান্ত হয়েই হয়েছে।

এরপরই মৃতার পরিবারের তরফ থেকে ক্ষোভ উগরে দেওয়া হয় বিএমসি ও কুপার হাসপাতালের প্রতি। তাঁরা বলেন, আমরা করোনা রিপোর্ট আসা প‌র্যন্ত অপেক্ষা করতাম, আমাদের অসুবিধা ছিলনা। কিন্তু হাসপাতালের তরফ থেকে মৃতদেহ আমাদের জিম্মায় দিয়ে দেওয় হয়। আমরা জানি করোনা পজিটিভ রোগীদের মৃতদেহ বাড়ির লোকের হাতে দেওয়া হয়না। এবার শেষকৃত্যে উপস্থিত সমস্ত মানুষরে ‌যদি করোনা পজিটিভ হয় তবে তার দায় কার!

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube