
।। স্বর্ণালী মান্না ।।
চলে গেলেন রক অ্যান্ড রোলের রাণী টিনা টার্নার । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর । বুধবার সুইৎজারল্যান্ডের জুরিখে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
২৬ নভেম্বর ১৯৩৯ সালে টেনেসির নাটবুশে জন্মগ্রহণ করেন আনা মাই বুলক । পরে নাম পাল্টে পপ তারকা হয়ে ওঠেন সকলের প্রিয় “কুইন অফ রক এন রোল” টিনা টার্নার । ষাটের দশকে বিয়ে করেন গিটারিস্ট আইক টার্নারকে । তবে বৈবাহিক জীবন সুখের হয়নি তাঁর । শিকার হয়েছেন গার্হস্থ হিংসার । ১৯৭৮ সালে আইকের সাথে বিবাহ বিচ্ছেদের পর বিয়ে করেন এরউইন বাখকে ।
১৯৫০ সালে টিনা তাঁর কর্ম জীবন শুরু করেন ।তাঁর সব থেকে জনপ্রিয় গানের তালিকার মধ্যে রয়েছে “হোয়াট লাভস গট টু ডু উইথ ইট”, “টিপিকাল মেল”, “প্রাভেট ডান্সার”, “বেটার বি গুড টু মি”-এর মতো গান ।
১৯৮৮ সালে রিও ডি জানেইরোর এক কন্সার্টে একক সঙ্গীত প্রদর্শনে তিনি ১৮০০০০ দর্শক পেয়েছিলেন । তবে শুধু সঙ্গীত নয় । ১৯৮৮ সালে “ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম”-এ তাঁকে অভিনয় করতেও দেখা গিয়েছে ।
তাঁর মুকুটে জুড়েছে ১২টি গ্র্যামি জেতার পালক । তাঁর সংগ্রামী জীবনকে ভিত্তি করে “টিনা-দ্য টিনা টার্নার মিউজিক্যাল” বলে একটি ব্রডওয়ে মিউজিক্যালও তৈরি হয় । আজ শিল্পীই শুধু নেই, তবে রয়ে গেছে তাঁর শিল্প ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023