প্রয়াত কীংবদন্তি সঙ্গীত শিল্পী এস পি বালাসুব্রমণ্যম

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী এস পি বালাসুব্রমণ্যম। গত দু’মাস ‌যাবৎ চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার, চেন্নাইয়ে ৭৪ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্র জগতে। গত ৫ই অগাস্ট করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী হন তিনি। এরপর মাঝে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও, গত ২৩ সেপ্টেম্বর থেকে ফের অবস্থার অবনতি হতে থাকে। এমজিএম হেলথ কেয়ারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, তাঁকে সর্বোচ্চ লাইফ সাপোর্টে রাখা হয়।

২৩ তারিখই হাসপাতালের তরফ থেকে জানানো হয় তাঁকে ইসিএমওতেই রাখা হয়েছে। তার সাথে দেওয়া হয়েছে লাইফ সাপোর্টও। গত ২৪ ঘন্টায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর অবস্থা বেশ সংকটজনক। তবে এমজিএম হেলথ কেয়ারের চিকিৎসকদের বিশেষক্ষের দল তাঁর অবস্থার উপর মজর রাখছে।

৫৫ বছরের সাঙ্গীতিক জীবনে ৪০,০০০ এরও বেশি গান গেয়েছেন থিরুএসপি বালাসুব্রমণ্যম। হিন্দি সিনেমার জগতে ৯০ এর দশকে তাঁর গলার একটি বিশেষ পরিচিতি হয়। তাঁর প্রয়াণে রাজনীতি থেকে বিনোদন জগতের সকলেই শোক প্রকাশ করছেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube