
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।
ভ্যালেন্টাইন্স ডে’র আগের দিন স্বামীর কাছে ১৫ হাজার টাকা চেয়ে না পাওয়ায় স্বামীকে কাঁচের গ্লাস দিয়ে বেধড়ক মার স্ত্রীর। এরজেরে মাথা ফাটল স্বামীর। কেঁড়ে নেওয়া হয়েছে গাড়ির চাবিও। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। মাথায় ৬টি সেলাইও পড়েছে। এই ঘটনায় সোমবার রাতে স্ত্রীর বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত স্বামী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়াতে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর আটেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সবুজ সংঘের বাসিন্দা অজিত চৌধুরী ও মামনি মণ্ডল। তাদের ৭ বছরের একটি পুত্র সন্তানও আছে। বিয়ের পর থেকেই লাগাতার স্বামীকে শারীরিক ও মানসিক অত্যচার করতো মামনি। সোমবার স্বামীর কাছে টাকা দাবি করে সে। ১৫ হাজার টাকা লাগবে বলে জানায়। বারবার চাওয়ার পরেও টাকা না দেওয়ায় কাঁচের গ্লাস দিয়ে স্বামীর মাথায় মারেন অভিযুক্ত স্ত্রী। আক্রান্ত অজিত চৌধুরীর অভিযোগ এর সাথে জড়িত রয়েছে মামনির বাবা অচিন্ত মন্ডলও। দুজনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। বাবার টাকার দরকার আছে জেনে কাঁচের গ্লাস দিয়ে মেরে তার কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023