প্রেম দিবসেই বিয়ের দিন ঘোষণা করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ১৪ ফেব্রুয়ারি।একদিকে ভ্যালেন্টাইন্স ডে অন্যদিকে অভিনেতা অঙ্কুশ হাজরার জন্মদিন আজ। এই বিশেষ দিনেই জানা যেতে পারে অঙ্কুশ হাজরা ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সম্পর্কের ভবিষ্যৎ কী। প্রসঙ্গত গত ১২ ফেব্রুয়ারি অঙ্কুশের ফেসবুক পোস্ট থেকে শুরু হয় জল্পনা। সেই জল্পনার জট কাটেনি এখনও।

শনিবার দুপুরেও প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি শেয়ার করেন অঙ্কুশ।প্রেমিকার সঙ্গে ঠোঁটে ঠোঁট রেখে একান্ত মুহূর্ত যাপনের ছবি দেন অভিনেতা। এই পর্যন্ত তো ঠিকই ছিল। তবে গণ্ডগোল বাঁধে ক্যাপশনে। অঙ্কুশ লেখেন, ‘কিছু বিশেষ কারণে আমাদের বিয়েটা হবে কি না জানি না। তবে ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই বা হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’’

যদিও ‘বাকিটা ব্যক্তিগত’ থাকুক তা চাইনি ইন্ডাস্ট্রির সহ অভিনেতারা। বুম্বা দা থেকে শুরু করে, শুভশ্রী গাঙ্গুলি, আবির চ্যাটার্জি,বিক্রম চ্যাটার্জী, শ্রাবন্তী, সন্দীপা সেন এমনকি বনি চ্যাটার্জী সকলেই অঙ্কুশকে ভিডিও কল করে জানতে চেয়েছেন ‘বিয়েটা হচ্ছে না কেন?’যদিও এই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। তাহলে কী সত্যিই বিচ্ছেদ হচ্ছে দুজনের? নাকি আজই বিয়ের তারিখ ঘোষণা করবেন তাঁরা? উত্তর মিলবে আজই।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube