প্রেম ও বিয়ের পরেও সম্পর্কে ভাঙন । অভিযুক্ত সহকারী অধ্যাপক

পশ্চিম বর্ধমান: এক বাংলাদেশী ছাত্রীকে প্রথমে প্রেম ও পরে বিয়ে করেও সম্পর্ক ত্যাগ করার অভিযোগ উঠেছে । কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ওই ছাত্রী বাংলাদেশের রংপুরের বাসিন্দা । এই বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রী হিসেবে পাঠরতা তিনি ।

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন সহকারী অধ্যাপকের বিরুদ্ধে উঠল এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ । অভিযুক্ত সহকারী অধ্যাপকের নাম আজাজুল আলি খান ।

অভিযোগকারী ওই ছাত্রী দুর্গাপুরের একটি গার্লস হস্টেলে থাকে । ইতিমধ্যেই দুর্গাপুর মহিলা থানায় ওই সহকারী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই বাংলাদেশি ছাত্রী । অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনকেও অভিযোগ জানান ওই ছাত্রী ।

আজ বিষয়টি খতিয়ে দেখতে দুর্গাপুরে এসেছে রাজ্য মহিলা কমিশন । দুপুর সাড়ে ১২ টার পরে দুর্গাপুরের  হোস্টেলে পৌঁছলেন রাজ্য মহিলা কমিশনের দুই সদস্যা । দুর্গাপুরের সিটি সেন্টার স্থিত গার্লস হস্টেলে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন তারা । তারপরেই সংশ্লিষ্ট মহলে রিপোর্ট পাঠানো হবে কমিশনের পক্ষ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube