
পশ্চিম বর্ধমান: এক বাংলাদেশী ছাত্রীকে প্রথমে প্রেম ও পরে বিয়ে করেও সম্পর্ক ত্যাগ করার অভিযোগ উঠেছে । কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ওই ছাত্রী বাংলাদেশের রংপুরের বাসিন্দা । এই বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রী হিসেবে পাঠরতা তিনি ।
আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন সহকারী অধ্যাপকের বিরুদ্ধে উঠল এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ । অভিযুক্ত সহকারী অধ্যাপকের নাম আজাজুল আলি খান ।
অভিযোগকারী ওই ছাত্রী দুর্গাপুরের একটি গার্লস হস্টেলে থাকে । ইতিমধ্যেই দুর্গাপুর মহিলা থানায় ওই সহকারী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই বাংলাদেশি ছাত্রী । অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনকেও অভিযোগ জানান ওই ছাত্রী ।
আজ বিষয়টি খতিয়ে দেখতে দুর্গাপুরে এসেছে রাজ্য মহিলা কমিশন । দুপুর সাড়ে ১২ টার পরে দুর্গাপুরের হোস্টেলে পৌঁছলেন রাজ্য মহিলা কমিশনের দুই সদস্যা । দুর্গাপুরের সিটি সেন্টার স্থিত গার্লস হস্টেলে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন তারা । তারপরেই সংশ্লিষ্ট মহলে রিপোর্ট পাঠানো হবে কমিশনের পক্ষ থেকে ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023