
নিউজটাইম ওয়েবডেস্ক : ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আত্মঘাতী হলেন তরুণী। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার দিঘীরপাড় গ্রামে।
ঘটনাটির সুত্রপাত ঘটে বছর দুই আগে। বাসন্তী থানার হাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা বিষ্ণুপদর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন ক্যানিং দিঘি পাড়ের বাসিন্দা পূর্ণিমা চক্রবর্তী। দুবছর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই দু-বছর পর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় প্রেমিক যুবক। এরপরেই এই বিষয় নিয়ে তাঁদের দুজনের মধ্যে শুরু হয় তর্কবিতর্ক। অবশেষে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বছর ২০-র ওই তরুণী। মৃতার পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে, দুবছর ধরে সম্পর্কে থাকার পর হঠাৎ করে তা ভাঙতে চায় ওই যুবক। তার পরেই অভিমান করে আত্মহত্যার পথ বেঁছে নেন পূর্ণিমা। এদিন মেয়েকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবারের লোকজন। কিন্তু ততক্ষনে সব শেষ। চিকিৎসকরা তখনই ওই তরুণীকে মৃত বলে ঘোষনা করেন। মৃতা ওই তরুণীর ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে তাঁর প্রেমিক বিষ্ণুপদ এবং তার ভাই-এর বিরুদ্ধে বয়ান রয়েছে। সেই সুইসাইড নোটের ওপর ভিত্তি করেই বিষ্ণুপদকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023