
নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেত্রী মধুমিতা সরকার, বর্তমানে টলি জগতের অন্যতম জনপ্রিয় মুখ। তাঁর ভক্ত-অনুরাগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।প্রায় প্রতিদিনই ঢালাও প্রেম নিবেদন পাচ্ছেন অভিনেত্রী। টলি পাড়ায় তাঁর প্রেমের গুঞ্জন যখন ছড়িয়ে পড়ছে তখনই বোমা ফাটালেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, পুরুষদের প্রতি তাঁর ঘৃণা জন্মেছে। প্রেমের প্রতিও তাঁর ঘৃণা জন্মেছে। এই বয়সেই কেন প্রেমের থেকে মুখ ফিরিয়েছেন মধুমিতা? জানতে চান নেটিজেনরা।
মধুমিতা সরকারের অভিনয় জগতে আসা ছোট পর্দার হাত ধরে। ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন মধুমিতা। তাঁর বিপরীতে অভিনয় করেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। অভিনয়ের সেট থেকেই জমে ওঠে তাঁদের রসায়ন। বিয়ে করেন দুজনে। এরপর সময় গড়ায়, দুজনের জনপ্রিয়তা পান অভিনয় জগতে। তাঁদের বিয়ের কথা অবশ্য গোপন করেননি দুজনেই।কিন্তু ৮ বছরের দাম্পত্যে ফাটল ধরে। শেষমেশ বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। মধুমিতা-সৌরভের বিবাহ বিচ্ছেদের কারণ তাঁরা সুরক্ষিত রেখেছেন দাম্পত্যের চার দেওয়ালে। জনসমক্ষে দুজনের কেউই এ নিয়ে কোনও উল্লেখ করেননি। জীবন এগিয়েছে দুজনেরই।মধুমিতা এখন একের পর এক বাংলা সিনেমার মুখ। কিন্তু বিচ্ছেদের রেশ হয়তো কাটাতে পারেননি জীবন থেকে।পুরুষদের নিয়ে হয়তো খানিকটা বিরক্তি জন্মেছে অভিনেত্রীর মনে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023