
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রেম করছেন স্বস্তিকা কন্যা অন্বেশা। এক বছর পূর্ণ হওয়ার খুশিতে নিজেই সেই কথা জানালেন সামাজিক মাধ্যমে। তার প্রেমিকের নাম স্লোক চন্দন। দুজনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অন্বেশা, ছবিতে দুজনের আলিঙ্গনরত, চুম্বনরত বেশ কিছু ছবি স্পষ্ট হয়ে উঠেছে। মেয়ের প্রেমের কথা জানেন মা স্বস্তিকাও। খানিকটা বোধহয় ভারাক্রান্ত হৃদয়ে মেয়ের দেওয়া ছবির নীচে কমেন্ট করেছেন, ‘তাহলে আমার সঙ্গে বাড়িতে থাকবে কে?
প্রসঙ্গত প্রমিত সেনের সঙ্গে বিয়ে করেছিলেন স্বস্তিকা মুখার্জী। কিন্তু সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছাড়েন স্বস্তিকা। এরপর একাই বড় করে তোলেন মেয়ে অন্বেশাকে। মা-মেয়ে দুজনেই খুব বন্ধু, এই কথা অনেকবারই তাঁরা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। মেয়ের প্রেমের কথাও গোপন ছিল না স্বস্তিকার কাছে। তবে ছবিতে শুধু স্বস্তিকা নয়, তাঁর বোন অজপাও কমেন্ট করেছেন, বোনঝির উদ্দেশে। তিনি লিখেছেন, ‘ভাবা যায়…দুজনকে অনেক অভিনন্দন, ভালোবাসায় থেকো। স্বস্তিকা কন্যা বর্তমানে মুম্বই থাকেন। সেখানেই নিজের মাস্টার্স করছেন। কিন্তু জীবনে যে সব দিকেই এগিয়ে যাচ্ছেন অন্বেশা, সেই প্রমাণই দিলেন সামাজিক মাধ্যমে।Latest posts by Subhasree Muhuri (see all)