নিউজটাইম ওয়েবডেস্ক :
আম গাছের ডালে নিজের
পরণের শাড়ি ফাঁস লাগিয়ে
মৃত তরুণির আত্মার শান্তি
কামনার্থে সেই আম গাছের
ডাল কেটে সেই ডালের
কাঠ চিতায় সাজিয়ে মৃত
তরুণির দাহ সারলেন মৃতের
পরিবার। তাদের
বিশ্বাস ওই গাছের ডাল
কাটলে আর কোন মানুষকে
আত্মহত্যার জন্য প্রেত্মাত্মা ডাকবে
না। এমনই
কুসংস্কারের ছবি ধরা পড়ল
মঙ্গলবার দেগঙ্গার বেড়াচাঁপায়।
স্থানীয়
সুত্রে জানা গিয়েছে, বার্ষিক
মনসা পূজা উপলক্ষে ২
বছরের শিশু সন্তানকে নিয়ে
বাপের বাড়িতে বেড়াতে এসে
গলায় দড়ি দিয়ে আত্মঘাতী
হন বছর কুড়ির মিতালী
দাস। ঘটনাটি
ঘটেছিল দেগঙ্গার বেড়াচাঁপা ২ গ্রাম পঞ্চায়েতের
গড়পাড়া এলাকায়। বাড়ি
থেকে ২০০ মিটার দূরে
থাকা নির্জন একটি আম
বাগানে একটি আম গাছের
ডালে নিজের পরণের শাড়ির
ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন
মিতালি। আম
গাছের ডাল থেকে ঝুলন্ত
দেহ উদ্ধার করে পুলিশ।
এরপর মঙ্গলবার বিকালে ওই দেহ
ময়নাতদন্তের পর বাড়ি ফিরে
এলে। মৃতের
পরিবারের লোকজন দাহকার্য করতে
নিয়ে যায় স্থানীয় হাজরাতলা
মহা শশ্মানে। দেহ
নিয়ে যাওয়ার আগে গ্রামের
মানুষের কথা মত।
যে গাছের ডালে ঝুলন্ত
দেহ উদ্ধার হয়েছিল।
বা যে আম গাছের
ডালে আত্মঘাতী হয়েছিল মিতালি।
সেই গাছের ডাল কেটে
নিয়ে যাওয়া হয় শশ্মানে। চিতায়
সাজানো হয় সেই ডাল। পরিবারের
দাবি, মৃত মিতালীর আত্মা
শান্তি পাবে ওই আমগাছে
ডালের কাঠে পোড়ালে।