
নিউজটাইম ওয়েবডেস্ক : সুশান্ত সিংয়ের শেষকৃত্যের দিন সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন কৃতী শ্যানন। সোমবার বলিউডের তরফে গুটিকতক তারকা ভিলেপার্লে শ্মশানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম কৃতী শ্যানন। সেদিন কৃতীর গাড়ির কাঁচে ধাক্কা দিয়ে উইন্ডো নামাতে অনুরোধ করেছিলেন চিত্র সাংবাদিকরা। এতেই পিরতিবাদ জানিয়েছেন এই তরুণ অভিনেত্রীর। কটাক্ষের সুরে সুশান্ত সিংয়ের রবতা ছবির এই সহ-অভিনেত্রী ইন্সটাগ্রামে লেখেন, “গাড়ির কাঁচে ধাক্কা দিয়ে বলা ম্যাডাম একটু উইন্ডো নীচে করুন, পরিষ্কার ছবি তুলি। শেষকৃত্যে আসা একজনের স্পষ্ট ছবি নিতে এত উদ্যোগ! শেষকৃত্য সম্পূর্ণ ব্যক্তিগত। আসুন আমাদের পেশার আগে মানবতা প্রতিষ্ঠিত করি।” সাংবাদিকদের নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে কৃতী লেখেন, “একজনের বোঝা উচিত কোনটা গ্রহণযোগ্য। সংবাদমাধ্যমের আওতাভুক্ত কোনটা! এবং কোনটা সংবাদমাধ্যমের আওতাধীন নয়। বাঁচান এবং বাঁচতে দিন।”


- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022