
নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হল, ৬০,২৫,৯৫,২৫০ কোভিড টিকার ডোজ পাঠানো হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। এছাড়াও ১,৫১,৫৮,৬৫০ কোভিড টিকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এদিন কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, রাজ্যগুলির কাছে এখনও পর্যন্ত প্রায় ৪ কোটিরও বেশি ব্যবহারযোগ্য টিকা রয়েছে রাজ্যগুলির কাছে।
বিশ্বব্যাপী গণহারে টিকাকরণের নতুন ফেজটি ইতিমধ্যেই শুরু হয়েছে গত ২১শে জুন। টিকাকরণেপ পরিমাণ বাড়ানোর জন্য, রাজ্যগুলিকে দেয় টিকার পরিমাণ বাড়ানো হয়েছে। অবশীষ্ট ও বাড়তি টিকার সংখ্যার তথ্য আরও স্বচ্ছ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে টিকা পাঠানোর প্রক্রিয়াকে সুষ্ঠ রূপ দেওয়া হচ্ছে। দেশ্যজুড়ে গণ টিকাকরণের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, রাজ্যগুলিকে বিনামুল্যে টিকা সরবরাহের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এই টিকাকরণের প্রক্রিয়ার জন্য সমগ্র দেশের প্রয়োজনীয় টিকার ৭৫ শতাংশ কেন্দ্রের তরফ থেকে সরবরাহকরাLatest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022