
।। শান্তনু করণ ।।
মিছিল শুরু হয় মঙ্গলবার দুপুরে হুগলির ফুরফুরা শরীফ থেকে । মিছিলে হাঁটেন ২০১৪ সালের টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড প্রার্থীরা ।হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে মিছিল গতকাল বিকেলে জগৎবল্লভপুরে পৌঁছয় । রাতে ডোমজুড় এলাকায় খোলা আকাশের নিচে মাঠে রাত কাটিয়ে আবার বুধবার সকালে তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন ডোমজুড় থেকে ।
এই মিছিল ঘিরে পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় । ডোমজুড় থেকে লং মার্চ পুনরায় শুরু হয়ে মাকড়দহ পর্যন্ত পৌঁছয় । অত্যধিক দাবদাহের কারণে বেশ কয়েকজন অসুস্থও হয় পড়েন । মাকড়দহ থেকে তাঁরা ট্রেনে পৌঁছন টিকিয়াপাড়া স্টেশন । সেখান থেকে পুনরায় পায়ে হেঁটে হাওড়া ব্রিজের ওপর দিয়ে লংমার্চ পৌঁছয় কলকাতা । সেখানে মাতঙ্গিনি হাজরা পাদদেশে চাকরি পদপ্রার্থীদের ধর্না মঞ্চে গিয়ে শামিল হয় এই লং মার্চ ।
চাকরিপ্রার্থীদের অভিযোগ ২০১৪ সালের টেট পাস করা সত্ত্বেও তারা চাকরি পাননি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি দেবেন । কিন্তু তাঁরা আজও বঞ্চিত । তাদের অভিযোগ, টেট উত্তীর্ণ ২০,০০০ জনের মধ্যে প্রথমে ১৬,০০০ নিয়োগ হবে । এরপর ধাপেধাপে বাকিদের নিয়োগ করা হবে ।
কিন্তু প্রায় ১২ হাজারের কিছু বেশি নিয়োগ হলেও এখনো প্রায় ৭ থেকে ৮ হাজার নিয়োগ করা হয়নি । বছর বছর পার হয়ে গেলেও সরকার প্রাথমিকে টেট উত্তীর্ণ ট্রেন্ডরা শুধু বঞ্চিত হচ্ছেন এমনটাই নয়, তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ।
অন্যদিকে শিক্ষিত প্রকৃত চাকরি পদপ্রার্থীদের বছর বছর আন্দোলন চালাতে হচ্ছে । তাদের এও অভিযোগ, যারা অর্থের বিনিময়ে নিয়োগ হয়েছেন তাদের পক্ষ নিয়ে সওয়াল করছেন মুখ্যমন্ত্রী । অথচ টেট উত্তীর্ণরা আজও রাস্তায় ঘুরছেন । তাই তাদের হকের চাকরির দাবিতে এই মিছিল ।
মিছিলকারীরা দাবি করে বলেন দুদিনের এই লংমার্চ আদালতের অনুমতিতে করা হয়েছে । কিন্তু গতকাল বিকেলে ফুরফুরা শরীফ, জগৎবল্লভপুর হয়ে লংমার্চ ডোমজুড় পৌঁছনোর পর তাদের খোলা আকাশের নিচে একটি শ্মশানের পাশে অস্বস্তিকর পরিবেশে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে । যেখানে ছিল না বা ব্যবস্থা করা হয়নি অস্থায়ী কোনো শৌচালয়ের । যার কারণে মিছিলে অংশগ্রহণ কারিদের, বিশেষত মহিলাদের পড়তে হয় চরম অসুবিধায় । এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023