
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার মধ্যে দেশজুড়ে যেভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে চিন্তার মধ্য়ে পড়েছে দেশের প্রশাসন। করোনা দেশের বিভিন্ন প্রান্তের মতো থাবা বসিয়েছে বলিউডেও। এবার সেই মারণ ভাইরাসের বলি হলেন ওয়াজিদ খান। রবিবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বলিউডের বিশিষ্ট সংগীত পরিচালক। ইতিমধ্য়েই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসু, বরুণ ধাওয়ান, প্রীতি জিন্টা-সহ অনেকেই।
গত দুমাসে এক এক করে নক্ষত্রপতন ঘটেছে বলিউডে। ইরফান খানের অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে আসে। সেই শোক কাটতে না কাটতেই প্রায়াত হন ঋষি কাপুর। তারপর এক এক করে যোগেশ গৌর, মোহিত বাঘেল, শচিন কুমার….। তার পরেই এবার করোনা আক্রান্ত হয়ে চিরনিদ্রায় বিলিন হলেন বলিউডের প্রথম সারির সংগীত পরিচালক ওয়াজিদ। তাঁর মৃত্যুতে এদিন শোক প্রকাশ করে সোনু বলেন, তিনি তাঁর ভাইকে হারালেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে অমিতাভ বচ্চন লেখেন, ‘ওয়াজিদ খানের মৃত্যুতে আমি স্তম্ভিত। উজ্জ্বল, হাসিখুশি এক শিল্পী চলে গেলেন।’



Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023