
।। শান্তনু করণ ।।
প্রায় ছয় ঘন্টা পর হাওড়া স্টেশনে এসে পৌঁছয় পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস । রবিবার, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস পুরী থেকে ছেড়ে আসার সময়ে কটক ও ভদ্রকের মাঝে আটকে পড়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ।
রেল সূত্রে জানা গিয়েছে, ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে পড়ায় ওভারহেড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় । ক্ষতি হয় ট্রেনেরও । মেরামতির পর পুনরায় হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি । রবিবার রাত প্রায় ২ টো ৩৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে প্রবেশ করে পুরী-হাওড়া ডাউন বন্দে ভারত এক্সপ্রেস ।
এই বিপর্যয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে যাত্রীদের মধ্যে । প্রাকৃতিক বিপর্যয়ের পরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সমস্ত ট্রেনটি । এমনকি বন্ধ হয়ে যায় বাতানুকূল যন্ত্র বা এসি । তবে এই অবস্থায় ট্রেনে সফট ড্রিংক এবং খাবারের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা ছিল বলে জানাচ্ছেন যাত্রীরা ।
অন্যদিকে অপরিষ্কার শৌচালয় এবং পানীয় জলের সামান্য সমস্যার সম্মুখীন হতে হয় বেশ কিছু যাত্রীকে । অবশেষে প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ছয় ঘন্টা দেরীতে হাওড়া স্টেশনে ট্রেনটি পৌঁছলে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন যাত্রীরা । পাশাপাশি ভারতীয় রেলকে আরও একটু যত্নবান থাকার উপদেশও দিলেন সফরকারী যাত্রীগণ । রেল সুত্রে জনানো হয়েছে সোমবার ট্রেনটির চলাচল বাতিল করা হয়েছে ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023