প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমাল কেন্দ্র ক্ষতির মুখে বহু গ্রাহক

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রভিডেন্ট ফান্ডের পুঁজির ওপর সুদের হার কমল। আগে ৮.৬৫ শতাংশ হারে সুদ পেতেন গ্রাহকরা। কিন্তু চলতি অর্থবর্ষ থেকে সুদের হার কমিয়ে ৮.৫ শতাংশ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ।

বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানান কেন্দ্রীয়  শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার।

 দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে কেন্দ্রের। অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কমেছে। তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

সুদের হার কমানো হলে কয়েক লক্ষ ভারতবাসী এই অর্থবর্ষের জন্য কম রিটার্ন পাবে। ইপিএফ-এ সুদের হার ঘোষণার সময় সেই সময় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ কত সুদ দেওয়া হচ্ছে সেটাও দেখা হয়। বর্তমানে পিপিএফ-এ সুদের হার ৭.৯ শতাংশ। সাধারণত, প্রতি বছর জানুয়ারি মাসের শেষে সুদের হার ঘোষণা করে এপিএফও।

এদিন এপিএফও-র ট্রাস্টিদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ওপর সিলমোহর দিতে হবে অর্থমন্ত্রককে। তবে এই সুদের হার কমানোটা প্রত্যাশিতই ছিল। অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কমেছে। ।২০১৫-১৬ সালে ৮.৮ শতাংশ হারে সুদ দিয়েছিল এপিএফও. সেটি বেড়ে ৮.৬৫ শতাংশ হয় ২০১৬-১৭ সালে। এরপর আবার কমে ৮.৫৫ শতাংশ হয়েছিল ২০১৭-১৮ সালে। তারপর গত অর্থবর্ষে সুদের হার বেড়ে হয়েছিল ৮.৬৫ শতাংশ। এবার একেবারে সুদের হার কমে হল ৮.৫০ শতাংশ। ফের টান পড়ল মধ্যবিত্তের ভাঁড়ারে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube