নিউজটাইম ওয়েবডেস্ক : “আপনি আমাকে ১০০০ বিট কয়েন দিন, আমি আপনাকে ২০০০ বিট কয়েন ফেরত দেব।” প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে সেলেব্রিটি গায়ক একাধিক ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট থেকে আসে এমন ট্যুইট। এই নিয়ে গোটা মার্কিন মুলুকে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এই ঘটনায় ট্যুইটারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন সাইবার বিশেষজ্ঞরা। এই সমস্ত ট্যুইট দীর্ঘক্ষণ ছিল ট্যুইটারে, পরে এগুলি মুছে দেওয়া হয়। সাইবার বিশেষজ্ঞদের মতে এত বড় মাপের হ্যাকিংএর ঘটনা এর আগে কখনও ঘটেনি ট্যুইটারে।
এই গোটা ঘটনায় হ্যাকিংএর শিকার হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বর্তমান প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বি জো বাইডেন, বিল গেটস-ওয়ারেন বাফেট-এলন মাস্কের মত শিল্পপতিরা। এমনকি কাইনি ওয়েস্ট্র মত পপস্টার রাও। সমস্ত ক্ষেত্রেই ট্যুইটের বয়ান একই ছিল। প্রত্যেক ক্ষেত্রেই বলা হয়েছে আমি করোনা মহামারীর জন্য কিছু করতে চাই। আমার এই কাজে যদি আপনি ১০০০ বিট কয়েন দিয়ে সাহায্য করলে আমি আপনাদের ২০০০ বিট কয়েন ফেরত দেব। এবং সমস্ত অ্যাকাউন্টেই বিট কয়েন দেওয়ার ঠিকানা ছিল এক।
এই ট্যুইট গুলি ডিলিট করা গেলেও তাতে সময় লেগেছে বেশ খানিকটা। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছে যে, হ্যাকার কোনোভাবে ট্যুইটার কন্ট্রোল পেজের অ্যাকসেস পেয়ে গেছিল। যার ফলে এই অসংখ্য অ্যাকাউন্ট থেকে ট্যুইট করতে পেরেছে। এই ঘটনারসুত্রপাত হয় বুধবার সকাল থেকই। বহু মানুষ অভিযোগ করছিলেন তারা ট্যুইট করতে পারছেন না, এমনকি তাদের পাসওয়ার্ডও বদল করতে পারছেনা। এরপরেই ট্যুইটারের তরফ থেকে জানানো হয়, এটি একটি নিরাপত্তাজনিত অসুবিধার কারণে হচ্ছে। এর কারণএ লক্ষাধিক অঙ্কের বিট কয়েন চুরির অভিযোগও উঠছে।