
নিউজটাইম ওয়েবডেস্ক : পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে বারংবার বিভিন্ন পক্ষ থেকে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা জেইই এবং নিট (মেইন) আপাতত স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে কেন্দ্রকে। তবে কোনোরকম কথায় কান দেয়নি কেন্দ্র বলে অভিযোগ। এবিষয়ে কেন্দ্র বিরোধী বিবাদ চরমে উঠলো। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারনের জন্য বেশ কয়েকটি রাজ্য যেখানে বিরোধীরা শাসনে আছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠক করবেন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর আহ্বানে এই ভিডিও বৈঠকে থাকবেন মহারাষ্ট্র, পাঞ্জাব, চত্তিশগড়, ঝাড়খন্ড, ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরা। উল্লেখ্য, জেইই মেইন পরীক্ষা হওয়ার কথা আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর এবং নিট পরীক্ষা হওয়ার কথা ১৩ ই সেপ্টেম্বর। সূত্রের খবর বৈঠক শুরু হবে দুপুর আড়াইটের সময়। মূলত পরীক্ষা নিয়ে আলোচনা হলেও, সমস্ত রাজ্যগুলির কেন্দ্রের কাছ থেকে কোভইড বাবদ পাওনা নিয়েও কথা বলবে। এই বৈঠক রাজনৈতিক চর্চায় অন্য মাত্রা এনে দিলেও, এই বৈঠকের প্রাথমিক আলোচনা যে পড়ুয়াদের সুরক্ষা তা বলাই বাহুল্য। এই বৈঠকেই পরবর্তি পদক্ষেপ নির্ধারিত হবে বলে দাবি তৃণমূল কংগ্রেসের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022