
হাবরা ও অশোকনগরে প্রবল ঝড়ে মৃত্যু হল দু’জনের ।মঙ্গলবারের ঝড়ে হাবরা ও অশোকনগরে প্রাণ হারালেন অশোকনগরের শ্রীকৃষ্ণপুর এলাকার ৮ বছর বয়সী এক বালক ও হাবরার মারাকপুর এলাকরে ১৪ বছর বয়সী এক কিশোরের ।
অশোকনগরে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় ইলেকট্রিক পোষ্টের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয় ৮ বছরের বালকটি । তাঁকে স্থানীয় জাগুলিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
অন্যদিকে হাবরায়, এদিন মাঠে খেলা করতে গিয়েছিল ১৪ বছর বয়সী ওই কিশোর । ঝড় দেখে বাড়িতে আসার সময় একটি গাছ ভেঙে তার গায়ে পড়ে । গুরুতর জখম অবস্থায় তাকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।
এছাড়া হাবরা, অশোকনগর ও গোবরডাঙ্গা এলাকায় ঝড়ে অন্তত ২০জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে । তাদের কয়েকজনের চিকিৎসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে । বাকিদের স্থানীয় চিকিৎসালয় ও বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
ঝড়ে বেশ কয়েকটি জায়গায় বাড়ি ঘর ভাঙার খবর পাওয়া গিয়েছে । অশোকনগরের দেবীনগর এলাকায় ঝড়ে ২০-২২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয় পুরপ্রধান । হাবরার টুনিঘাটা এলাকাতেও বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর ।
গোবরডাঙার কয়েকটি জায়গায় কোথাও গাছের ডাল পড়ে ভেঙেছে বাড়ি, আবার কোথাও উড়ে গিয়েছে বাড়ির চালা । হাবড়ার চুনিঘাটার ক্ষতিগ্রস্ত এলাকায় যান স্থানীয় পঞ্চায়েত সদস্যরা । অশোকনগরের দেবীনগর এলাকায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলতে দেখা যায় অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকারকে । ক্ষতিগ্রস্ত পরিবারদের আপাতত ত্রিপল দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে । অসহায় পরিবারগুলি সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছে ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023