
।। স্বর্ণালী মান্না ।।
আজ রবিবার । আজ প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠানের ৯৯তম পর্ব । এবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সমাজের প্রত্যেকটি মানুষকে অঙ্গদানের জন্য এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন ।
তিনি জানান একটি অঙ্গদানের মাধ্যমে একজন প্রায় ৮ থেকে ৯ জন মানুষকে নতুন জীবন দান করতে পারেন । অন্যকে জীবনদান করতে যাতে সকলে এগিয়ে আসে তাই সরকার অঙ্গদানের নিয়মগুলিকেও লাঘব করেছে ।
অঙ্গদানের জন্য ন্যুন্তম বয়স ও বাসস্থানের নিয়মগুলি এখন তুলে দেওয়া হয়েছে ।এর ফলে যে কোনও রাজ্যেই মানুষ অঙ্গদানের জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন । আগে অঙ্গদানের জন্য ন্যুনতম বয়স ছিল ৬৫ বছর । এবার তুলে দেওয়া হল সেই নিয়মটিও ।এতে আরও মানুষ অন্যকে সাহাজ্য করতে অনায়াসে এগিয়ে আসতে পারবেন ।
এছাড়াও তিনি সৌরশক্তি নিয়ে ভারতের সাফল্যের কথা তুলে ধরেন । কথা বলেন কাশি-তামিল সঙ্গমম নিয়ে যা তামিলনাড়ু ও কাশির প্রাচীন বন্ধনকে উদযাপন করে ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023