
নিউজটাইম ওয়েবডেস্ক : বিগত বহু বছর ধরে দোলের অন্যতম আকর্ষণ হয়ে এসেছে শান্তিনিকেতনের বসন্ত উৎসব। দোলের দিনই সকালে বিশ্বভারতীর ‘আজি দখিন দুয়ার খোলা’ গানের মধুর স্বরে ও নৃত্যের তালে শুরু হয়েছে বহু বাঙালির বসন্ত উৎসব।কেউ শান্তিনিকেতনে উপস্থিত থেকে সেই রঙের খেলা উপভোগ করেছেন, কেউ আবার টেলিভিশনের পর্দা থেকে সেই স্বাদ আস্বাদন করেছেন। কিন্তু এই প্রথম ভঙ্গ হল সেই প্রথা।
আজ সকালে বিশ্বভারতীতে পালিত হল অকাল ‘বসন্ত বন্দনা’।৭ মার্চ সারা দেশ রঙের উৎসবে মাতবে, তার আগেই শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা মেতে উঠল রঙের খেলায়। তবে এইবার রঙের উৎসব পালিত হল কেবল বিশ্বভারতীর ছাত্রছাত্রী ও শিক্ষিকাদের মধ্যে।বাইরে থেকে পর্যটকরাও এই রঙের উৎসব প্রত্যক্ষ করতে পারেনি। এমনকি সংবাদমাধ্যমও অংশ নিতে পারেনি। প্রসঙ্গত দিন কয়েক আগেই বিশ্বভারতীর উপাচার্য বসন্ত উৎসবের প্রথা ভাঙার কথা বলেছিলেন। অকপটে বলেছিলেন, এতদিন শান্তিনিকেতনে ‘বসন্ত তাণ্ডব’ হত, এই বছর হবে ‘বসন্ত বন্দনা’। তিনি এও বলেছিলেন যে দোলের দিন নয়, এই উৎসব হবে ৩ মার্চ।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023