প্রথম সন্তানের প্রথম ছবি প্রকাশ করলেন মা কল্কি

নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি মাসের ৭ তারিখে প্রথম সন্তানের জন্ম দেন কল্কি কোয়েচলিন। সদ্যজাত কন্যাসন্তানের নাম দেওয়া হয়েছে স্যাফো। জন্মের পরেই একটি সাদা কাগজে মেয়ের পায়ের ছাপ নেন কল্কি ও ইজরায়েলি বয়ফ্রেন্ড গাই হার্শবার্গ। তারপর সেই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ারও করেন কল্কি। একইসাথে ছবির ক্যাপশন তিনি লেখেন, ‘স্যাফোকে সবাই স্বাগত জানান… ৯ মাস আমার ইউট্রাসে মোমোর মতো থেকেছে ও। এবার ওকে সকলের ধন্যবাদ ও শুভেচ্ছায় ভরিয়ে দেওয়ার জন্যে একটু স্পেস দেওয়া প্রয়োজন।

মেয়ের জন্মের চার দিন পর তথা মঙ্গলবার স্যাফোর প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মা কল্কি। প্রকাশিত সেই ছবিটিতে দেখা ‌যাচ্ছে, গাই হার্শবার্গ সদ্যজাত শিশুটিকে কোলে নিয়ে বসে রয়েছেন। তাঁর পাশেই রয়েছেন কল্কি। প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর কল্কি ‌যে কতটা খুশি তা ছবিতে তাঁর হাসি মুখ দেখেই বোঝা ‌যাচ্ছে। একই ফ্রেমে এদিন ধরা পড়েছেন হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য নার্সরা।

দুই চিকিৎসক এবং টিউলিপ উইমেনস কেয়ারের গোটা টিমকে এদিন ধন্যবাদ জানান কল্কি। পোস্টে এদিন মেয়ের ছবি প্রকাশের পাশাপাশি তাঁর চিকৎসক এবং নার্সদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ১৭ ঘন্টা লাবারের পর আমি হাল ছেড়ে দিলেও চিকিৎসক এবং নার্সরা হাল না ছেড়ে লড়ে গিয়েছিলেন। এরপর ১৮ ঘন্টার মাথায় তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফল স্বরূপ জন্ম হয় স্যাফোর ওয়াটারবার্থের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube