
নিউজটাইম ওয়েবডেস্ক : স্বপ্ন পূরণ হল জিয়া ও জাহাদের। কোল আলো করে এলো তাঁদের সন্তান। পিতা মাতা তো অনেকেই হয়েছেন এর আগে। কিন্তু জিয়া ও জাহাদের ঘটনা এই দেশে একেবারে বিরল। প্রথম রূপান্তরকামী ‘বাবা’ জন্ম দিলেন সন্তানের। বুধবার সকালেই কোঝিকোড়ে সন্তান প্রসব করলেন জাহাদ। মার্চে আসতে পারে তাঁদের সন্তান এমনটাই জানা গিয়েছিল আগে। সময়ের আগেই এলো সুখবর।
অবাক হলেন তো সবটা শুনে ? জিয়া এবং জাহাদ দুজনেই রূপান্তরকামী। জন্মসূত্রে জিয়া ছিলেন পুরুষ, অন্যদিকে জন্মসূত্রে মেয়ে হয়ে জন্মেছিলেন জাহাদ। দুজনেই যখন বুঝতে পারলেন তাঁদের মন আর দেহ আলাদা তখনই শুরু হয়েছিল দেহ-মন এক করার প্রক্রিয়া। পুরুষ থেকে মহিলা হয়ে উঠলেন জিয়া। অন্যদিকে মহিলা থেকে পুরুষ হয়ে উঠছিলেন জাহাদ। কিন্তু সেই প্রক্রিয়ায় মাঝপথে বিরতি নিলেন তাঁরা। ঠিক করলেন সন্তান জন্ম দেবেন। পুরোপুরি রূপান্তর হওয়ার আগেই জিয়ার সাহায্যে অন্তঃসত্বা হলেন জাহাদ। ততদিনে কাটা পড়েছে জাহাদের স্তন। কিন্তু বাদ যায়নি জরায়ু। ফলে সন্তান ধারণ করতে সক্ষম ছিলেন জাহাদ। চিকিৎসকের পরামর্শ নিয়ে, রূপান্তর হওয়ার সমস্ত হরমোনাল চিকিৎসা স্থগিত রেখেছিলেন। ঠিক করেছিলেন সন্তান প্রসবের পর পরবর্তী প্রক্রিয়া করবেন। লক্ষ্য পুরণ হল জিয়া জাহাদের। বুধবারেই কোল আলো করে এলো তাঁদের সন্তান। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুখবর দিলেন খোদ জিয়া। প্রাথমিকভাবে সন্তানকে মা হিসেবেই পরিচয় দিতে চান জিয়া। জাহাদও প্রথম থেকেই ‘বাবা’ ডাক শুনতে চান। মানসিকভাবে মা বাবা হয়ে ওঠার প্রস্তুতি নিতে শুরু করেছেন জিয়া-জাহাদ।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023