প্রথম ভার্চুয়াল ২১ জুলাই, অপেক্ষায় ঘাস-ফুল জনতা

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ২১ জুলাই। শহিদ দিবস। প্রতিবারই এই দিনে জনসমাগনে অবরুদ্ধ হত মহানগর। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তর্জনী-সংকেতে উঠত স্লোগানের সুনামি। কিন্তু মহামারীর জেরে এবার পরিস্থিতি ভিন্ন। ধর্মতলায় মঞ্চ বেঁধে সভা হচ্ছে না। তাই একুশের বিধানসভা ভোটের আগে শেষ ২১শে জুলাইয়ে ভার্চুয়াল বৈঠকেই মমতা বক্তব্য পেশ করবেন। দুপুর দু’টোয় অনলাইনে শোনা যাবে নেত্রীর ভাষণ। এই বক্তব্যের মাধ্যমেই ভবিষ্যতে দলীয় কর্মসূচির রূপরেখা স্পষ্ট করবেন তৃণমূল সুপ্রিমো।

শহিদ দিবসের এক সপ্তাহ আগে থেকেই খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে যেত মঞ্চ বাঁধার কাজ। প্রস্তুতি খতিয়ে দেখতে আসতেন নেতা-নেত্রীরা। ২০ জুলাই সন্ধ্যায় ঘুরে যেতেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। দু-তিন দিন বাকি থাকতেই গোটা বাংলার তৃণমূল কর্মী, সমর্থকরা শহরে ভিড় জমাতেন। সভায় যোগ দিতে মানুষের উন্মাদনা ও উচ্ছ্বাস থাকতো চোখে পড়ার মতো। আর রোদ-বৃষ্টি উপেক্ষা করেই ২১ শের সকাল থেকেই মানুষের গন্তব্য হয়ে উঠত শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। এবার অবশ্য ফাঁকাই থাকবে ধর্মতলা চত্বর। নেই পোস্টার, ব্যানার, ফেস্টুন। শোনা যাবে না মঞ্চে নেত্রীর ‘আমরা কারা’ স্লোগানের গর্জন। শহিদ তর্পণে ছেদ টানতে রাজি নন নেত্রী। তাই দুপুর ১টায় কন্টেনমেন্ট এলাকা ছাড়া ব্লকে ব্লকে তৃণমূল কার্যালয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনপর্ব চলবে, তোলা হবে দলীয় পতাকা। এরপর দুপুর ২টোয় কালীঘাটে নিজের বাড়ির কার্যালয় থেকে অনলাইনে ভাষণ দেবেন তৃণমূলের সর্বভারতীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে একুশে বাংলার মসনদে টিকে থাকতে এই বক্তব্যেই ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পথ বাতলাতে পারেন তিনি। তুলে ধরতে পারেন করোনা ও আমফানে রাজ্য সরকারের ভূমিকার কথা।

তবে, বিধানসভা ভোটের দিন যত এগোচ্ছে, ততই আরও আগ্রাসী হয়ে উঠছে বিজেপি। এবার তৃণমূলের ‘শহিদ দিবস’-এর পালটা হিসেবে ‘প্রহসন দিবস’-এর ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। মঙ্গলবার গোটা রাজ্যজুড়ে জায়গায়-জায়গায় কালো পতাকা, কালো ব্যাজ পরে বিক্ষোভে দেখাবেন বিজেপি কর্মীরা। মূল লক্ষ্য, তৃণমূলের শহিদ দিবসের বিরোধিতা করা।মূলত করোনা নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতা, রেশন নিয়ে দুর্নীতি, আমফান ত্রাণ দুর্নীতি, হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু, চোপড়ায় কিশোরীর মৃত্যুর প্রতিবাদেই পথে নামছে গেরুয়া শিবির।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube