প্রথম দফায় ৫০ লক্ষ ভ্যাকসিনের বরাত সরকারের

নিউজটাইম ওয়েবডেস্ক : অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন অ্যাস্ট্রোজেনেকার হিউম্যান ট্রায়াল শুরু হল ভারতে। ১৮ বছরের বেশি বয়েসি প্রায় ১৬০০ জনের ওপর প্রয়োগ করা হচ্ছে এই ভ্যাকসিন। দেশের প্রায় ১৭ টি জায়গায় হচ্ছে এই প্রক্রিয়া। ইতিমধ্যেই আইসিএমআর ও ভারত বায়োটেকের ‌যৌথ ভাবে তৈরি করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিন এবং জাইডাস ক্যাডিলার তৈরি জাইকভ-ডি এই দুই ভ্যাকসিনের পরীক্ষাও শুরু হয়েছে। প্রথম ও দ্বিতীয় প‌র্যায়ের পরীক্ষা হচ্ছে এখন।

ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে আলোচনা চলছে, ফ্রন্ট লাইন কর্মী, সেনা কর্মী, ও আরও বেশ কিছু ক্ষেত্রের মানুষের জন্য প্রাথমিক ভাবে ভ্যাকসিনে ৫০ লক্ষ ডোজ কেনা হবে। সমস্ত রকম রেগুলেটরি বিধিনিষেধ মেনে করোনা ভ্যাকসিন বাজারে এলে তাকে সংগ্রহ করে, কিভাবে সাপ্লাই চেনের মাধ্যমে সমস্ত নাগরিকের কাছে পৌঁছে দেওয়া ‌যাবে তা নিয়ে জোরকদমে ভাবনা চিন্তা চলছে কেন্দ্রের অন্দরমহলে।

স্বাধীনতা দিবসের বক্তৃতায় লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী জানান, তিনটি ভ্যাকসিন এখন পরীক্ষার তিনটি প‌র্যায়ে আছে। বিজ্ঞানিদের ছাড়পত্র পেলেই বিপুল পরিমানে তৈরি হবে ভ্যাকসিন। বিরাট আকারে এই ভ্যাকসিন তৈরি করে সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া হবে তার রোডম্যাপও তৈরি বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, স্থানীয় ভ্যাকসিন প্রস্তুতকারি সংস্থাগুলি সরকারের কাছে নিশ্চিত বাজারের একটি সাম্ভাব্য পরিমাপ চেয়েছেন, ‌যাতে ভ্যাকসিনের প্রাথমিক চাহিদা কতটা আছে বোঝা ‌যায়। এবং তারা সেই সংখ্যক শট তৈরি করবেন প্রথম বারেই। সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিক স্তরেই ভ্যাকসিনের চাহিদা থাকবে বিপুল।

সরকারের তরফ থেকে সোমবার ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সাথে বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন এনআইটিআই আয়োগের সদস্য ভি কে পল এবং স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এই বৈঠকে সংস্থাগুলিকে ভ্যাকসিনের দাম, প্রোডাকশন ক্ষমতা সম্পর্কে জানাতে বলা হয়। এর সাথে সাথে সরকার কিভাবে তাদের কাজে সাহা‌য্য করতে পারবে তাও জানাতে বলা হয়।

প্রস্তুতকারি সংস্থার কর্ণধাররা জানান, ভ্যাকসিন তৈরিতে খরচ হয় বিপুল। এছাড়া কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রস্তুত করতে হবে বিশাল পরিমানে। এর জন্য বিনিয়োগ ও করতে হবে প্রচুর। তাই সরকারি তরফ থেকে আমাদের বাজার চাহিদা নিশ্চিত করতে হবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube