
নিউজটাইম ওয়েবডেস্ক : ঘোষণার একদিন বাদে মুক্তি পেল সড়ক-২’র ট্রেলর । তবে, প্রত্যাশা বাড়াতে পারেনি ১৯৯১ মুক্তি পাওয়া এই ছবির সিক্যোয়েল। ইউটিউব থাম্বনেলে লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি। এর নেপথ্যে নেপোটিজম ও সুশান্ত সিংয়ের অকালমৃত্যুর সাম্প্রতিক চর্চা অনেকটা কাজ করেছে। এমনটাই ছবি সমালোচকদের দাবি। ট্রেলরের শুরু সঞ্জয় দত্তের সংলাপ: “এবার কার জন্য বাঁচবো”। এই ছবিতে আলিয়া ভাটের গাইডের চরিত্রে একজন ট্যাক্সি চালক রবির ভূমিকায় অভিনয় করবেন সঞ্জয় দত্ত। এদিকে খবরে প্রকাশ বর্ষীয়াণ এই অভিনেতার ফুসফুসে স্টেজ-থ্রি ক্যান্সার। তাই কিছুটা সময় কাজ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। আমেরিকায় যাবেন চিকিৎসার প্রয়োজনে। তাই সেই আবেগকে কাজে লাগিয়ে ছবির ট্রেলর ছাপ ফেলবে এমন একটা আশা জেগেছিল। কিন্তু বুধবার সকাল থেকে সেই আশায় জল ঢেলেছেন ছবিপ্রেমীরা। ট্রেলরে রবি তথা সঞ্জয় দত্তের প্রেমিকা চরিত্রে রয়েছেন পূজা ভাট। যদিও এই ছবিতে তাঁকে প্রয়াত হিসেবে দেখা যাবে। কেন্দ্রীয় চরিত্র আরিয়ার ভূমিকায় আলিয়া ভাট। তাঁর প্রেমিক আদিত্য রায় কাপুর। এছাড়াও আছেন গুলশান গ্রোভার ও যীশু সেনগুপ্ত। সড়কের মতোই এই ছবির পরিচালক মহেশ ভাট। আর প্রযোজনা বিশেষ ফিল্মস।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022