
প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরেছেন ‘বাদশা’ । যাকে নিয়ে অনুরাগীদের উত্তেজনা, উন্মাদনার শেষ নেই । ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখার জন্য অনুরাগীরা মুখিয়ে ছিলেন । ‘পাঠান’এর কামব্যাক দিয়েই শাহরুখ খান প্রমাণ করলেন ভক্তমহলে তাঁর জায়গা এখনও অটুট ।
প্রথমদিনেই ‘ব্লকবাস্টার’ খেতাব মিলেছে ‘পাঠান’-এর । ট্রেলার মুক্তির পর থেকেই পাঠান নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে । অগ্রিম টিকিট বুকিং-এর কারণে আগে থেকেই আভাস মিলেছিল এই ছবির ব্যবসা নিয়ে । প্রথম দিনেই প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করল শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’ ।
বুধবার ২৫শে জানুয়ারি ২০২৩ মুক্তি পেয়েছে ‘পাঠান’ । তাঁকে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করেছিলেন দর্শক । তাই ছবি মুক্তির দিনেই ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবি ।
এখনও পর্যন্ত প্রথম দিনে মোটা অঙ্কের টাকা ব্যবসা করা সব সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে ‘পাঠান’ । দর্শকদের উত্তেজনা-উন্মাদনা দেখে সকাল ৬টা ও ৭টা নাগাদও শো ছিল কোথাও কোথাও । তাছাড়াও দর্শকদের চাহিদার কথা ভেবে মধ্যরাতেও স্ক্রিনিং হয়েছে ‘পাঠান’।
- ‘সাহায্য তো দূরের কথা, কোনও অনৈতিক কাজ করতে পারব না’ বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় - March 23, 2023
- বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ, অভিযোগ জওয়ানের বিরুদ্ধে - March 23, 2023
- পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর - March 23, 2023