প্রতিরোধ ক্ষমতা কমছে কয়েক মাসে, অশনি সঙ্কেত লন্ডনের গবেষনায়

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার দিন নতুন আশঙ্কার কথা প্রকাশ করল লন্ডনের কিংস কলেজের প্রকাশিত গবেষণা পত্রে। এই পত্রে বলা হয়, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার কয়োক মাস পরও তাঁর ফের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রথম থেকেই গবেষকদের মতামত ছিল, এই রোগের প্রতিরোধ ক্ষমতা দেহে তৈরি হলেই কোভিড সমস্যার সমাধান করা ‌যাবে। বিপুল সংক্রমণ করে একসমেয় ক্ষমতা হ্রাস হবে কোভিড ভাইরাসের। কিন্তু সেই আশাপ প্রদীপই নিভিয়ে দিল কিংস কলেজের গবেষকরা। তাঁদের মতে প্রশাসন ও সাধারণ মানুষ কিভাবে এই রোগের মোকাবিলা করছে তাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ।

এই সিদ্ধান্তে পৌঁছনোর জন্য, গবেষকরা ৯০ জন করোনা রোগীর ওপর পরীক্ষা করেন। এখানে এই সমস্ত রোগীর রক্ত ক্রমাগত পরীক্ষা করে দেখা গেছে, সংক্রামিত হওয়ার প্রথম কয়েক সপ্তাহ পর ৬০ শতাংশ রোগীর দেহে প্রতিরোধ ক্ষমতা কাজ করছে, তবে এরপরেই কমতে থাকছে প্রতিরোধ ক্ষমতা। তিন মাস পরই সেই রোগীদের মধ্যে বেশিরভাগেরই শরীরে অ্যান্টিবডির কোনো চিহ্ন নেই রোগীর শরীরে। ফলে তারা ফের কোভিড সংক্রমণ প্রবণ হয়ে পড়ছেন।

মানবদেহে কোনো রকম ভাইরাস প্রবেশ করলে, সেই ভাইরাসকে খুঁজে বের কর তাকে নিকেশ করে শরীরই। এই প্রক্রিয়ায় ‌যে প্রোটিন তৈরি করে এই প্রতিরোধ শরীর করে তাকে অ্যান্টিবডি বলে।  ‌যতক্ষণ শরীরে অ্যান্টিবডি উপস্থিত থাকে ততক্ষণ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। গবেষণা বলছে, এই অ্যান্টিবডি শরীরে তৈরি হলেও কয়েকমাস পরেই তার অবক্ষয় হচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube