
নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে হানা গিয়েছে করোনা। সরকারি বিভাগও বাদ পড়েনি এই মারণ ভাইরাসের করাল গ্রাস থেকে। সরকারি একাধিক বিভাগে এই ভাইরাস হানা দিয়েছে। এবার প্রতিরক্ষামন্ত্রকও আর বাদ রইলনা। করোনা আক্রান্ত হলেন ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার।
বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই শুরু হয় কনট্যাক্ট ট্রেসিং। যাঁরা যাঁরা ইতিমধ্যেই অজয় কুমারের সংস্পর্শে এসেছেন তাঁদের খোঁজ চলছে। তবে বর্তমানে ডিফেন্স সেক্রেটারির শারীরিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। হোম কোয়ারেন্টাইনেই বর্তমানে রয়েছেন তিনি। তবে অজয় কুমারের শারীরিক অবস্থা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্রকেও কোনভাবে মুখ খুলতে শোনা যায়নি। তবে ডিফেন্স সেক্রেটারি অজয় কুমারের করোনা পজেটিভ ধরা পড়ার পরেই সাউথ ব্লকে রাইসিনা হিলসে প্রতিরক্ষামন্ত্রকের সদর দফতরে কমপক্ষে ৩৫ জনকে হোম-কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অন্যদিকে এই সংক্রমণের খবর জানতে পারার পরেই অফিসে আসা বন্ধ করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023