প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা

।। স্বর্ণালী মান্না ।।

সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইয়োয়াভ গ্যালেন্ট ইসরায়েলে কিছু আইনি সংস্কার করতে চেয়েছিলেন । তার পরেই, রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহু তাঁকে বরখাস্ত করেছেন ।  

ঘটনাটি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা । আমেরিকান প্রেসিডেন্ট, জো বাইডেন জানিয়েছেন, গণতান্ত্রিক মান চিরকালই ইসরায়েল-আমেরিকার সম্পর্কের কাছে গুরুত্বপূর্ণ ।  

সুত্রের দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী, ইয়োয়াভ গ্যালেন্টের উপর আস্থা হারিয়েছিলেন । তিনি বিদেশে থাকা কালীন প্রতিরক্ষমন্ত্রী গ্যালেন্ট একটি বক্তৃতায় আইনি সংস্কারের উপর স্থগিতাদেশ আনার কথা বলেন ।

গ্যালেন্টকে সরিয়ে দেওয়ার পরেই, রবিবার রাতে, ইসরায়েলি নাগরিকরা প্রতিবাদ জানাতে রাস্তায়ে নামেন । গ্যালেন্ট জানান, ইসরায়েলের সুরক্ষার জন্য আইনি সংস্কারগুলি স্থগিত করা প্রয়োজন । ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ের লাপিদ এই ঘটনার তীব্র নিন্দা করেন ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube