
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ বড়দিনে ব্যস্ত জীবনের মাঝে নিস্তব্ধ প্রশান্তির খোঁজে সবুজের সমুদ্র পুরুলিয়ার জঙ্গলমহলের অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় । কেউ বনভোজনে,আবার কেউ নিছকেই ঘুরতে এসেছেন। এমনই এক অপরূপ সৌন্দর্য যেখানে নিজের অজান্তেই সময় পেরিয়ে যাবে নির্মল এই প্রকৃতির কোলে , চারিদিকে শুধুই সবুজ জঙ্গল, পাহাড়, এবং পাখপাখালির কলকাকলিতে।
একসময় এই পাহাড় জঙ্গল ছিল মাওবাদীদের আঁতুরঘর। নীরব নিস্তব্ধে দাঁড়িয়ে থাকা প্রকৃতি বহু মাওবাদীদের ঘটানো নাশকতার সাক্ষী। এই মুহূর্তে নেই মাওবাদীদের অস্তিত্ব, নেই করোনার তৃতীয় ঢেউ। গোটা জঙ্গলজুড়ে জীবনের স্বাভাবিক প্রবাহ। আছে শুধু অনাঘ্রাত নির্মল সবুজের উপত্যকা। সবুজের সমারোহ,স্বপ্নের মায়াবী পথ, সময়ের হাত ধরে শীতের আগমন ঘটেছে। গাছে গাছে ফুটেছে নাম না জানা বুনো ফুলের সমারোহ। এ এক অন্য ভুবন। ডাক দিয়েছেন প্রকৃতিপ্রেমী পর্যটকদের, কোলাহল মুক্ত এই সবুজ, প্রকৃতির অযাচিত উষ্ণ অভ্যর্থনায়। ঝাড়খন্ড সীমান্তে বাংলার এই সবুজ উপত্যকা পুরুলিয়া জেলার বাঘমুন্ডী, ঝালদা, আরশা ও বলরামপুর ব্লকের মিলিয়ে গোটা অযোধ্যা পাহাড় । অপার সৌন্দর্যের লীলাভূমি, গাঢ় সবুজ অরন্য দিগন্তে প্রসারিত শুধুই সবুজ সমুদ্র। পাহাড়ের গায়ে অসংখ্য গাছের বাহার- শাল ,পিয়াল,সেগুন, মহুয়া,পলাশ, আমলকী,হরতকি,বহড়া গাছের আধিক্য। সৌভাগ্যবশত চোখে পড়তে পারে নেকড়ে, সজারু, খরগোশ,বনমোরগ,ধনেশ এছাড়াও দলমা থেকে নেমে আসা হাতির পালের। বিস্তীর্ণ এই অঞ্চলটি আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বসবাস। আর কিছুদিন পরেই পৌষ পার্বণের মেলা। তাই এসমস্ত আদিবাসী গ্রামগুলি থেকে ভেসে আসে মাতাল করা ধামসা মাদলের বোল। সেসঙ্গে রয়েছে মুখোশ গ্রাম চড়িদায় বিশ্ব বিখ্যাত ছৌ মুখোশ। আছে টুরগা ফল্স, বামনী ফল্স, আপার লোয়ার ড্যাম পাখি পাহাড় সহ আরও অন্যান্য আকর্ষণীয় স্থান। যা দেখে মুগ্ধ হতে বাধ্য । এখানে পর্যটকদের রাত্রিযাপনের জন্য রয়েছে বনদপ্তরের বন বাংলো ছাড়াও অনেক ছোটো বড় বিলাস বহুল অতিথি নিবাস। পর্যটকদের যাতায়াতে এখানকার মানুষের আর্থসামাজিক পরিবর্তন ঘটেছে। উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড়ে এই শীত যখন উপেক্ষিত। ঠিক তখনই দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলার এই অযোধ্যা পাহাড় রোমাঞ্চকর অপরূপ সৌন্দর্যের খনি। বলা যেতেই পারে যেন প্রকৃতি প্রেমিকদের স্বর্গরাজ্য।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023