
দত্তপুকুর কাশিমপুর এলাকায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । হামলা চালানো হয় পঞ্চায়েত সদস্যার বাড়িতে ।অভিযোগ উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলা দত্তপুকুর থানার অন্তর্গত কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দীঘা দাসপাড়া নেতাজি পল্লী এলাকায় ঘটনা । স্থানীয় পঞ্চায়েত সদস্য দূর্গা সরকারের বাড়িতে গতকাল রাতে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি মেঘনাথ দাসের নেতৃত্বে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যার ভাই তথা তৃণমূল কর্মী সন্দীত সরকারের ।
তিনি বলেন, গতকাল রাত একটা নাগাদ হঠাৎই মেঘনাথ দাসের বেশ কিছু অনুগামী তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ভাঙচুর চালায় ।ইট দিয়ে ভেঙে ফেলা হয় বাড়িতে রাখা টোটোর কাঁচ ।
তিনি আরো বলেন অনৈতিক কাজে বাধা দেওয়ার কারণেই তাদের বাড়িতে হামলা চালিয়েছে অঞ্চল সভাপতি মেঘনাথ দাসের অনুগামীরা । যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে অভিযুক্ত অঞ্চল সভাপতি মেঘনাথ দাস । তিনি বলেন এই ঘটনা পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের ফলে হতে পারে । এই বিষয় মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।
অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির কটাক্ষ, পঞ্চায়েত ভোটের আগে টিকিট নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা ঘটেছে । গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023