
নিউজটাইম ওয়েবডেস্ক : মুক্তি পাওয়ার সাথে সাথেই মুখ্যমন্ত্রীর রোশের মুখে পড়ল আদিত্য রায় কাপুর ও দিশা পটানি অভিনীত ‘মালঙ্গ’। রিলিজ হওয়ার আগে থেকেই দিশা-আদিত্যর উষ্ণ রসায়ন দেখতে উৎসুক ছিলেন দর্শকরা। কিন্তু বক্স অফিসে এই ছবিটি সেভাবে সাড়া ফেলতে পারেনি। এর পরে ফের ছবির যাত্রাপথে অন্তরায় হয়ে দাঁড়লেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
তিনি নাকি এই ছবি দেখে বেজায় চটেছেন। কিন্তু কেন? এই প্রশ্নের জবাবে গোয়ার মুখ্যমন্ত্রী বলেন, এই ছবিতে গোয়াকে যেভাবে দেখানো হয়েছে তাতে রাজ্যের নেতিবাচক ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে। এর পর মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই ছবিতে মাদকের আখড়া হিসেবে দেখানো হয়েছে গোয়াকে, যা কখনোই কাম্য নয়। এই ছবিতে দিশা-আদিত্যর উষ্ণ প্রেম কাহিনীর পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে অ্যাকশন সিকোয়েন্সও। কিন্তু ছবিতে নাকি গোয়ার একটা খারাপ ভাবমূর্তি প্রকাশ পেয়েছে বলে এক সংবাদমাধ্যমের কাছে দাবি করেন সেখানকার মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, এই ছবিতে গোয়াকে মাদকদ্রব্য ব্যবসার আখড়া হিসেবে দেখিয়েছেন পরিচালক মোহিত সুরি, যা রাজ্যের মানুষেরও ভাবমূর্তি নষ্ট করছে। এবং এই রাজ্য সম্পর্কে সকলের মনে একটি নেতিবাচক প্রভাব পড়তে পারেও বলে আশঙ্কা করেছেন তিনি। এছাড়াও এই ছবিতে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তর নামে ক্রেডিট ব্যবহার করা হয়েছে। সেবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, যদি ভবিষ্যতে কোন ছবিতে গোয়ার প্রসঙ্গ তুলে ধরা হয় সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট সোসাইটি অফ ইন্ডিয়া প্রথমে সেই চিত্রনাট্য পড়ে দেখবে। যদি সবকিছু ঠিকঠাক থেকে তবেই চিত্রনাট্য নিয়ে এগোনোর অনুমতি দেওয়া হবো।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023