Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচী, দেখে নেওয়া যাক একনজরে

নিউজটাইম ওয়েবডেস্ক : এক সংবাদসংস্থার সূত্রে খবর, জুলাইয়ের প্রথমার্ধ থেকে শুরু হবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে সিবিএসই বাকি থাকা পরীক্ষা। প্রথমদিন হোম সায়েন্স পরীক্ষা। সকাল ১০.৩০ থেকে পরীক্ষা শুরু হবে চলবে দুপুর ১.৩০ পর্যন্ত।

লকডাউনের কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বিজনেস স্টাডিজ, ভূগোল, হিন্দি, হোম সায়েন্স, সমাজতত্ত্ব, কম্পিউটার সায়েন্স (নতুন এবং পুরোনো), ইনফরমেশন প্র্যাকটিস (নতুন এবং পুরোনো), তথ্য প্রযুক্তি এবং বায়ো টেকনোলজির জন্য পরীক্ষা হবে।

 

দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ( সিবিএসই) দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষা গুলি সম্ভবত হতে চলেছে জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে।

 

১ এপ্রিল সিবিএসই ঘোষণা করেছিল দেশব্যাপী লকডাউন জারি করার কারণে ৯০ টির মধ্যে ২৯ টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, উত্তর পূর্ব দিল্লির শিক্ষার্থীদের মধ্যে যারা দাঙ্গার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) জেইই অ্যাডভান্সডের মেধাতালিকা ঘোষণা করার আগে, অগাস্ট-শেষ সপ্তাহের মধ্যে ঘোষিত হবে সিবিএসই ১২ শ্রেণির পরীক্ষার ফলাফল।

 

 

Inform others ?
Show Buttons
Hide Buttons