প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, এবারে প্রথম পূঃ বর্ধমানের অরিত্র পাল

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে ফলপ্রকাশ করা হল মাধ্যমিকের। প্রতিবারের মত এবারও সাফল্যের হার সর্বোচ্চ  পূঃ মেদিনীপুরে। এই বছর মো‌‌‌ট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৭ হাজার ২৬১ জন। এবছরেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ১০লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। পাস করেছেন ৮ লক্ষ ৪৩ হাজার ২০৫জন। ৫৮ জনের পরীক্ষা ক্যানসেল করা হয়। পূঃ মেদিনীপুরে সাফল্যের হার ৯৬.৫৯ শাতংশ। এরপর দ্বিতীয় স্থানে আছে পঃ মেদিনীপুর ৯২.১৬ শতাংশ। তৃতীয় স্থানে আছে কলকাতা, ৯১.০৭ শতাংশ।

বুধবার মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যানময় গঙ্গোপাধ্যায় জানালেন, গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেড়েছে। এবছরে মো‌ট পাশের হার ৮৬.৩৪ শতাংশ, এর মধ্যে ছাত্রের হার ৮৯.৮৭ শাতংশ, ও ছাত্রীদের হার ৮৩.৪৭ শতাংশ। 

মো‌ট ৭০০ নম্বরের পরীক্ষায়, প্রথম স্থানে একজনই আছেন। মেমারী বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের অরিত্র পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। এরপর দ্বিতীয় স্থানে আছে দুজন। বাঁকুড়ার সায়ন্ত গড়াই এবং পূঃ বর্ধমানের অভিক দাসের প্রাপ্ত নম্বর ৬৯৩। এরপর তৃতীয় স্থানে আছে তিনজন। ৬৯০ পেয়ে তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সৌম পাঠক, পূঃ মেদিনীপুরের দেবস্মীতা মহাপাত্র, রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি। চতূর্থ স্থানে একজনই আছেন, ৬৮৯ পেয়েছেন বীরভূম জেলা স্কুলের অগ্নিভ সাহা। ‌

গত বছরের তুলনায় এই বছর ভূগোল ও ইতিহাসে সাফল্যের হার বেড়ে হয়েছে ২৬.৩৪ শতাংশ। এর মধ্যে ছাত্রের হার ৮৯.৮৭ শতাংশ এবং ছাত্রীর হার ৮৩.৪৮ শতাংশ। মধ্যশিক্ষা প‌র্ষদের তরফ থেকে আগামী ২২শে জুলাই সমস্ত জেলায় ক্যাব কমিশনের মারফতে মার্কশীট ও সার্টিফিকেট পাঠানো হবে। এরপর করোনা আবহের জন্যেই স্থির করা হয়েছে সমস্ত স্কুল গুলিকে আগে স্যানিটাইজ করা হবে এবং তারপর মার্কশীট ও সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হবে। আগামী ২২ ও ২৩ শে জুলাই সংশ্লীষ্ট স্কুল থেকে ছাত্র ছাত্রীরা তাঁদের মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। 

মেধা তালিকায় এই বছর মোট ৮৪ জন জায়গা করে নিয়েছে। আগামী ২২শে জুলাই সকাল ১০ টা থেকে রাজ্যের ৪৯টি কেন্দ্র থেকে দেওয়া হবে মার্কশীট ও সার্টিফিকেট।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube