
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হল পাসের হারে, মোট পাস করেছে ৯০.১৩ শতাংশ। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ৭ লক্ষ ৭৫ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন। পাস করেছে ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন। এই বছর রেকর্ড পাসের হার ৯০.১৩ শতাংশ। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯০.৪৪ শতাংশ এবং ছাত্রী সংখ্যা ৯০ শতাংশের একটু বেশি।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৩ লক্ষ ২২ হাজার ৫৬ জন ফার্স্ট ডিভিশনে পাস করেছে। বিজ্ঞান শাখায় পাসের হার ৯৮.৮৩ শতাংশ, বাণিজ্য বিভাগে পাসের হার ৯২.২২ শতাংশ, এবং কলা বিভাগে পাসের হার ৮৮.৭৪ শতাংশ। সাফল্যের নিরিখে প্রথম তিন স্থানে আছে কলকাতা, পূঃ মেদিনীপুর ও পঃ মেদিনীপুর এ তিন জেলা। এই বছর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৪৯৯। সংখ্যা লঘু পড়ুয়াদের পাশ করেছে ৮৫.৭৯ শতাংশ, ওবিসি পড়ুয়ারা পাশ করেছে ৮৭.৭৯ শতাংশ। নেপালী ভাষাভাষির পড়ুয়াদের পাশের হার ৯১.৬২ শতাংশ, সাঁওতাল ভাষার পড়ুয়াদের পাশের হার ৮৬.৪৬ শতাংশ, এবং ঊর্দু ভাষার পড়ুয়াদের পাশের হার ৮১.৫১ শতাংশ। ৯০ শতাংশের ওপরে পাশের সংখ্যা ৩০ হাজার ২২০ জন, এবং ৮০ শতাংশ পাওয়া পড়ুয়ার সংখ্যা ৮৪ হাজার ৭৪৬ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022