
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী মোদী। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা একযোগে কাজ করছেন বলেও জানিয়েছেন নমো। সোমবারই দিল্লি ও তেলেঙ্গায় দু’জনের দেহে করোনা ভাইরাসে জীবাণু মেলে। তারপরই প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন।
এদিন টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘করোনা ভাইরাস ঠেকাতে কেন্দ্রীয় মন্ত্রি ও বিভিন্ন রাজ্য একযোগে কাজ করছে। বিদেশ থেকে যাঁরা ভারতে আসছেন তাঁদের পর্যবেক্ষণে রেখে শারীরিক পরীক্ষা করা হচ্ছে। তাই আতঙ্কের কোনও কারণ নেই। আমাদের একযোগে কাজ করতে হবে। ভাইরাসের আক্রমণ রোধে ন্যূনতম সাবধানতার মাধ্যমে নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চত করতে হবে।’

Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022