
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’ এমন বিধিবদ্ধ সতর্কীকরণ চারদিকে। কিন্তু তাতে দমে যায়নি সিগারেট প্রেমীরা। লকডাউন চলাকালীন সিগারেট প্রেমীদের চরম হতাশা দেখা গিয়েছিল।সময় থাকতে অনেকেই নিজেদের বদলে নিয়েছেন, কিন্তু যারা পারেননি তারা দিনে একটা হলেও সিগারেট ছাড়া চলতে পারেন না। কিন্তু এবার তারাও সমস্যার মুখে পড়তে পারেন।
বাজারে বন্ধ হতে পারে খোলা সিগারেট। অর্থাৎ খুচরো একটা-দুটো নয়, এইবার থেকে সিগারেট খেলে কিনতে হবে পুরো সিগারেটের প্যাকেট। জানা গিয়েছে সিগারেটের বিক্রিতে লাগাম টানতে একটি বিশেষ দল গঠন করেছিল সরকার। সেই দলই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ম কার্যকর হতে পারে। যদিও এখনও সরকারের তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023