
নিউজটাইম ওয়েবডেস্ক : জাঁকিয়ে শীতের টের পাচ্ছে বঙ্গ। সকাল শুরু হচ্ছে কুয়াশায় ঢাকা শৈত্যপ্রবাহের আমেজে। বুধবার সকালেও সেই আমেজই রইল। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।উত্তুরে হাওয়ার দাপটে, বেলা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে রাজ্য।উত্তরবঙ্গের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে, জানাচ্ছে হাওয়া অফিস। মৌসম ভবনের পূর্বাভাস, বদল আসবে আবহাওয়ায়। আগামী ১৩ তারিখ থেকে ১৫ তারিখ কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।১৩ তারিখের পর দার্জিলিং এবং কালিম্পং’এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ তারিখ থেকে আবারও পারদ পতন হতে পারে বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023