
নিউজটাইম ওয়েবডেস্ক : শান্তিনিকেতনে আজ থেকে শুরু হচ্ছে পৌষ মেলা। বেলা বারোটায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই মেলার উদ্বোধন করবেন। সেজে উঠে মেলা প্রাঙ্গণ। প্রায় দেড় হাজার স্টল বসেছে মাঠজুড়ে।হস্তশিল্প, কুটিরশিল্প ও বড় প্রতিষ্ঠানের বহু পণ্য ক্রয় করতে পারবেন।
পৌষ মেলা নিয়ে অনিশ্চয়তা ছিল প্রথম থেকেই। ব্যাবসায়ীরা চাইছিলেন পৌষ মেলা আগের মতোই ভুবনডাঙার মাঠে হোক, কিন্তু তাতে সায় দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। সম্মতি জানায়নি রবীন্দ্র পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা পৌষ মেলার অন্যতম আয়োজক শান্তিনিকেতন ট্রাস্টি’ও।আদালতে এ নিয়ে মামলা উঠলে বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষেই রায় দেয় আদালত। তাই এই বছর এসএসডিএ’এর উদ্যোগে বোলপুর ডাকবাংলো মাঠে আয়োজন করা হয়েছে পৌষ মেলার। তিনটি মাঠ মিলিয়ে বিশালাকার পৌষ মেলা।কিন্তু এর মাঝেও মন খারাপ বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের। ঐতিহ্যবাহী পৌষ মেলার সঙ্গে জড়িয়ে ছিল ভুবনডাঙার মাঠ। মেলার এই স্থানান্তরের সাথে সাথে হারিয়ে গেল ভুবনডাঙার মাঠ, আক্ষেপের সুরে জানাচ্ছেন ছাত্রছাত্রীরা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023