
নিউজটাইম ওয়েবডেস্ক : একসময়ের জাতীয় স্তরে খেলে আসা মহিলা ফুটবলার আজ ভাগ্যের ফেরে জোম্যাটর ডেলিভারি গার্ল। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় পৌলমী অধিকারীর। তাঁর অপূর্ণ স্বপ্নের কথা শোনেন নেটিজেনরা। শেয়ার হতে থাকে সেই ভিডিও। সামাজিক মাধ্যমের ক্ষমতায় সেই পৌলমীর গল্প এতটাই ভাইরাল হয়, যে পৌঁছে যায় উচ্চস্তরে। এমনকি আগামীকাল অর্থাৎ শুক্রবার পৌলমীকে ডেকে পাঠান IFA। অর্থাৎ জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন। এবার পৌলমীর পাশে থাকার আশ্বাস দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
স্বামীজির ১৬০-তম জন্মদিবস উপলক্ষ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বিবেক চেতনা’ উৎসবে এসেছিলেন রাজ্যের বিদ্যুৎ, ক্রীড়া ও যুবমন্ত্রী অরূপ বিশ্বাস। পৌলমী অধিকারীর কথা তাঁরও কানে পৌঁছেছে। এদিন পৌলমীকে নিয়েই কথা বললেন তিনি। মন্ত্রী জানালেন, পৌলমীকে তিনি নিজে ফোন করেছেন। সমস্ত রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি এও বলেন, পৌলমীর সব দায়িত্ব মমতা সরকারের। অন্যদিকে রাজ্য সরকারের সাহায্য পেয়ে খুব খুশি পৌলমী। দূর্দশা বোধহয় কাটল তাঁর। পৌলমী জানালেন, অরূপ বিশ্বাসের আশ্বাসে তিনি খানিকটা স্বস্তিতে। সরকারের কাছে তাঁর আর্জি, ‘একটি কাজের খুবই দরকার।’ কাজের পাশাপাশি ময়দানেও ফিরতে চাইছেন পৌলমী। তিনি যাতে আবার খেলা শুরু করতে পারেন সেই আবেদন জানিয়েছেন সরকারের কাছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023