পোস্ট অফিসে তান্ডব চালালো দুষ্কৃতী

আধার কার্ডের কাজ নিয়ে শুরু হয় বচসা । তার জেরেই পোস্ট অফিসে তান্ডব চালালো এক দুষ্কৃতী । ঘটনাটি ঘটে হুগলির শ্রীরামপুরের হেড পোস্ট অফিসে ।

অভিযোগ আজ দুপুরের দিকে পোস্ট অফিসের অন্যান্য কর্মীরা যখন কাজ করছিল সেই সময় হঠাৎই আধার সংক্রান্ত কাজটি অবিলম্বে করে দেওয়ার দাবি করে যুবক । অভিযোগ, সেই কাজে দেরি হওয়ায় প্রথমে বচসা এবং তারপরেই তাণ্ডব চালায় ওই যুবক ।

ক্ষতিগ্রস্ত হয়েছে পোস্ট অফিসের কম্পিউটার, প্রিন্টার সহ অন্যান্য উপকরণ । ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ এসে খতিয়ে দেখে ঘটনাস্থল । এই ঘটনার কারণে আতঙ্কিত পোস্ট অফিসের কর্মীরা । শ্রীরামপুর হেড পোস্ট অফিসের সিনিয়র পোস্টমাস্টার প্রদীপ চক্রবর্তী জানান হঠাৎই সে কেন হামলা চালালো বুঝতে পারছি না, তবে এই ঘটনায় আমরা যথেষ্ট আতঙ্কিত । বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube