
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ১১ টায় পেশ করা হল কেন্দ্র সরকারের বাজেট।লোকসভা নির্বাচনের আগে এই মোদী সরকারের শেষ বাজেট পেশ।এই বাজেটে যে চমক থাকবে, সেই ধারণার আভাস ছিল আগে থেকেই। একের পর এক তাস ফেলবেন মোদী সরকার। সেই তাসের দিকেই তাকিয়েছিল বাংলা। এক ঝলকে দেখে নিন বাজেটে কী পেল দেশবাসী।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করতে গিয়ে বলেন, এই বাজেট অমৃতকালের প্রথম বাজে।স্বাধীনতার ১০০ বছরের ব্লুপ্রিন্ট এই বাজেট। এইবারের বাজেটে ৭টি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থনৈতিক উন্নতিতে জোর দেওয়া হয়েছে বেশি।পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে এই বাজেট করা হয়েছে।৯ বছরে মাথা পিছু আয় দ্বিগুন হয়েছে। জম্মু কাশ্মীর ও লাদাখের দিকে বিশেষ নজরের কথা বলেছেন অর্থমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবাস যোজনায় বরাদ্দ বাড়ানো হয়েছে ৬৬ শতাংশ। রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ২.০৪ লক্ষ কোটি টাকা। বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৩৩ শতাংশ, যা জাতীয় আয়ের ৩.৫ শতাংশ।হস্তশিল্পের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কৃষিক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামোয় জোর দেওয়ার কথা বলেছেন নির্মলা সীতারমণ।কমবয়সীদের জন্য কর্ম সংস্থান তৈরির চেষ্টা করার কথা বলেছেন তিনি। মৎস চাষ ও পশুপালনে ৬ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। দেশে পর্যটনের বিরাট ব্যবস্থার কথা বলেছেন তিনি। ভারতকে শ্রীঅন্নের গ্লোবাল হাব তৈরির কথা বলেছেন। সমবায় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার কথা বলেছেন। ৪ টি জায়গায় ১৫৭ টি নার্সিং কলেজ তৈরির কথা বলা হয়েছে। পঞ্চায়েত স্তরে পাঠাগার তৈরিতে রাজ্যগুলিকে উৎসাহ দেওয়ার কথা বলেছেন। শিক্ষা স্বাস্থ্য ও রাস্তায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা বলেছেন অর্থমন্ত্রী। কারিগর শিল্পীদের জন্য ‘পিএম বিশ্বকর্মা কৌশল’ সম্মান ঘোষনার কথা বলেছেন তিনি। কৃষি ঋণের লক্ষ্যমাত্রা করা হয়েছে ২০ লক্ষ কোটি টাকা। আরও এক বছর বিনামূল্যে খাদ্যের কথা বলেছেন নির্মলা। ২ লক্ষ কোটি বরাদ্দ করা হয়েছে খাদ্য যোজনায়। কেওয়াসি প্রক্রিয়া আরও সরল করার কথা বলেছেন তিনি। সমস্ত সরকারি ডিজিটালে প্যান কার্ডকেই একমাত্র পরিচয়ের কথা বলেছেন নির্মলা। ৩ বছরে ৩৮ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের কথা বলেছেন। রাজ্যগুলিকে নীতি আয়োগ আরও ৩ বছর সাহায্য করবে, এই কথা বলেছেন অর্থমন্ত্রী। কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য ২০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী প্রনাম নতুন প্রকল্পের কথা ঘোষনা করেছেন সীতারমণ। বরাদ্দ করেছেন ১০ হাজার কোটি টাকা। আবাস যোজনায় বরাদ্দ বাড়ল ৬৬ শতাংশ। ২০১৩-১৪ সালের থেকে ৯ গুন বৃদ্ধি হয়েছে। ৫ বছরে ১ কোটি কৃষককে অর্গানিক চাষে উৎসাহ দেওয়ার কথা বলেছেন।মহিলাদের সম্মানে সার্টিফিকেট স্কিম চালু করার কথা বলেছেন।মহিলারা ২ বছরে ২ লক্ষ টাকা রাখলে ৭.৫ শতাংশ সুদ পাবেন।২০ লক্ষ সিনিয়র সিটিজেনের জন্য স্কিপ ঘোষণা। মধ্যবিত্তদের দিকে নজর দেওয়া হল বাজেটে। বার্ষিক আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়েছে। আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হত।৭ লক্ষ টাকা পর্যন্ত আয় যাদের, তাঁদের দিতে হবে না কর। এছাড়াও দাম কমল সাইকেলের। দাম বাড়ল সিগারেট, কিচেন চিমনির। দাম কমল মোবাইলের।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023