
।। স্বর্ণালী মান্না ।।
পেনসিলভানিয়া স্টেট সেনেটে একটি বিল পাস করে দিওয়ালীকে সরকারি ছুটি বলে গন্য করা হবে বলে জানানো হয়েছে ।পেনসিলভানিয়া স্টেট সেনেটের সদস্য নিখিল সবল সম্প্রতি একটি টুইটে ঘোষণা করে এই কথা জানিয়েছেন ।
অন্যদিকে একটি টুইটে গ্রেগ রথম্যান জানান দিয়ালীকে সরকারি ছুটির দিন ঘোষণা করার বিলটি সর্বসম্মত ভাবে সেনেটে পাশ হয় ।একটি সরকারি বিজ্ঞপ্তিতে রথম্যান জানান প্রত্যেক বছর বহু পেনসিলভানিয়াবাসী এই আলোর উৎসবকে পালন করেন ।দিওয়ালীকে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়া প্রজাতন্ত্র ও কমনওয়েলথের সাংস্কৃতিক বৈচিত্র্যকে উদযাপন করে ।
Latest posts by swarnali manna (see all)
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023