পেছল শুনানীর দিন, ব্ল্যাক বাক কান্ডে মামলা চলছে সলমানের বিরুদ্ধে

নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউড সুপারস্টার সলমান খানের বহু চর্চিত ব্ল্যাক বাক শিকারের মামলার শুনানী পিছিয়ে গেল এপ্রিলে। রাজস্থানের ডিস্ট্রিক্ট সেশন কোর্টে শনিবার দিন এই মামলার শুনানী হওয়ার কথা ছিল, ‌যা পেছিয়ো গেল ১৮ই এপ্রিল।

সুত্রের খবর, ডিস্ট্রিক্ট জাজ চন্দ্র কুমার সংগেরার বদলির জন্যেই শুনানীর এই বিলম্ব। অন্যদিকে তারকা সলমনের তরফ থেকে তাঁর আইনজীবি অনুপস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করে একটি চিঠি জমা দিয়েছেন আদালতে, ‌যা আদালতের তরফ থেকে গ্রহণ করা হয়।

জাজ অনুপস্থিত থাকায় সলমানও এদিন অনুপস্থিত ছিলেন কোর্টে। এর জন্য একটি সাধারণ ক্ষমা প্রার্থনা করে চিঠি দেন, তাঁর আগামী ছবির কাজে ব্যস্ত থাকবেন সলমান ফলে শুনানীর দিনে উপস্থিত থাকা তার জন্যে বেশ জটিল। এই চিঠিতে এও বলা হয়, সলমান এই শুনানীতে অনুপস্থিত থাকলেও বিশেষ অসুবিধে হবেনা, তবে মামলার সুবিদার্থে ‌যখনই তাঁকে তলব করবে আদালত তিনি আসবেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২৭-২৭ সেপ্টেম্বর রাজস্থানের ভাওয়ারে ২টি হরীণ শিকারের অভি়‌যোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের বন্যপ্রাণ সুরক্ষা আইনে একটি মামলা করা হয়, ‌যার নিস্পত্তি এখনও হয়নি।    

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube