
নিউজটাইম ওয়েবডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে অশান্ত দিল্লির আগুন জ্বলছেই। রাজধানীতে হিংসার ঘটনা বুধবার পর্যন্ত প্রাণ কেড়েছে ৩৪ জনের। হিংসা রুখতে রাজধানীর রাজপথে নেমে আশ্বাস দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে যেভাবে হিংসার আগুনে উত্তপ্ত হয়েছে দিল্লি, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের নেতৃত্বের দক্ষতার প্রতি প্রধানমন্ত্রী যে আশ্বস্ত নন, অজিত দোভালের পরিদর্শনই তার প্রমাণ।
মধ্যরাতেই পরিস্থিতি ঘুরে দেখেন দোভাল। বৈঠক করেন দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গেও। সাক্ষাৎ করেন উত্তর-পূর্ব দিল্লির ডেপুটি কমিশনারের সঙ্গে। সেই মতো বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে দিল্লির পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দিল্লির র্পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে উত্তর-পূর্ব দিল্লির আক্রান্ত অঞ্চলগুলিতে গিয়ে সুরক্ষার আশ্বাসও দেন দোভাল। এদিক দিল্লীর হিংসা নিয়ে জানিয়েছেন বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনার পর্যালোচনা করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ছাড়তেই দিল্লির অশান্ত ময়দানে নামেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে সূত্রের খবর, এহেন পরিস্থিতি পুলিশ কতোটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেদিকে কড়া নজর রেখেছেন দোভাল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022