পুলিশি প্রশ্নের জবাব দিতে ১০ই জুন তলব করা হল রিপাবলিক টিভি চ্যানেল প্রধান কে

নিউজটাইম ওয়েবডেস্ক : সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দাখিল করা হয়েছে জোড়া এফআইআর। সেই  সংক্রান্ত বিষয়ে পুলিশের প্রশ্নের জবাব দিতে আগামী ১০ জুন রিপাবলিক টিভি চ্যানেল প্রধান কে নির্দেশ দিল বম্বে হাই কোর্ট। 

তাঁর বিরুদ্ধে গত ২২ এপ্রিল ও ২ মে মুম্বইয়ের এন এম জোশি মার্গ থানা ও পাইধোনি থানায় এফআইআর দায়ের হয়। দু’টি এফআইআর বাতিল করার আবেদন নিয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন টিভি চ্যানেল কর্তা। ওই আবেদনের শুনানি শুক্রবার ধার্য করেছে আদালত।

মঙ্গলবার হাই কোর্টে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি রিয়াজ চাগলার বেঞ্চকে অর্ণব গোস্বামীর আইনজীবী মাধবী দোশি তাঁর মক্কেলের বিরুদ্ধে করা জোড়া এফআইআর বাতিলের আবেদন জানান। ১৪ এপ্রিল বান্দ্রা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের প্রতিবাদ সম্পর্কে করা ওই টিভি চ্যানেলের সংবাদ সংক্রান্ত অভিযোগ দায়ের হয় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। 

আদালতকে আইনজীবী দোশি বলেন, বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও তাঁর মক্কেল পাইধোনি থানায় ১০ জুন সকাল ১১টায় তাঁর বিরুদ্ধে করা অভিযোগের জেরায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ পেয়েছেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্ণব গোস্বামীকে থানায় হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিতে আদালতের কাছে আর্জি জানান তাঁর আইনজীবী। 

বান্দ্রা রেল স্টেশনের বাইরে পরিযায়ী শ্রমিকদের প্রতিবাদ কেন্দ্র করে রিপাবলিক টিভি চ্যানেলের প্রধান অর্ণব গোস্বামীর মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়ার অভিযোগ উঠেছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube